atv sangbad

Blog Post

পাঁচ থেকে পাঁচশ বেডে আসতে অনেক কষ্ট করতে হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, এটিভি সংবাদ 

স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন বলেছেন, আন্তরিকভাবে কাজ করলে কোনো কিছু অসম্ভব নয়। বর্তমান অবস্থায় আসতে তাকে অনেক ধৈর্য ধরতে হয়েছে। ৫ থেকে ৫০০ বেডে (বার্ন ইউনিট) আসতে তাকে অনেক কষ্ট করতে হয়েছে। আমাকে অনেকে ফিরিয়ে দিয়েছেন, এমনকি আমার ফাইল ছুড়ে মেরেছে এরকম ঘটনাও আছে। কিন্তু আমি ধৈর্য ধরেছি। সবার সহযোগিতা পেয়েই এ জায়গায় এসেছি।

রোববার (১৪ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রী জীবনের প্রথম দিনে সাংবাদিকদের এমন অভিজ্ঞতার কথা জানান তিনি।

ডা. সামন্ত লাল সেন বলেন, প্রান্তিক জনগোষ্ঠীকে চিকিৎসা সেবা পৌঁছে দেয়ার জন্য আমি চেষ্টা করবো। ওটা করতে পারলে ঢাকা শহরে ফ্লোরে শুয়ে চিকিৎসা নিতে হবে না। আমি প্রত্যেকটা হাসপাতালে যাবো। কী কী সমস্যা আছে, জানবো। তারপর আমি একটা কর্মপরিকল্পনা করবো।

মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের সবার কাছেই অনুরোধ, এ মন্ত্রণালয়ে যারা কর্মকর্তা আছেন এবং বাহির থেকেও যারা আছেন, আপনারা যেকোনো সময় যেকোনো কিছুর জন্য আসছেন। আমার দরজায় কোনো প্রটোকল লাগবে না, আপনারা চলে আসবেন।

মন্ত্রী আরও বলেন, ‘আমি আগের মতোই থাকবো, আমাকে একটু উপদেশ দেবেন। আপনাদের উপদেশ পেলে আমরা নির্ধারিতভাবে কাজ করতে পারবো।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :