atv sangbad

Blog Post

পিরোজপুরে বিএনপি’র কালো পতাকা মিছিল পুলিশী বাঁধায় পণ্ড

মামুন হোসেন, পিরোজপুর, এটিভি সংবাদ

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং দ্বাদশ জাতীয় সংসদ বাতিলের দাবিতে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসাবে পিরোজপুরে বিএনপির কালো পতাকা মিছিল পুলিশী বাঁধার মুখে পন্ড হয়ে গেছে।

মঙ্গলবার (জানুয়ারি) সকালে জেলা বিএনপির কার্যালয় থেকে বিএনপির একটি কলো পতাকা মিছিল শুরু হয়ে রাস্তায় বের হতে চাইলে শহরের পোষ্ট অফিস সড়কে মিছিলটি পুলিশী বাঁধার মুখে পন্ড হয়ে যায়।

মিছিলে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেন, যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামরুজ্জামান চাঁন, পৌর বিএনপির আহবায়ক শেখ শহিদুল্লাহ শহীদ সহ জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছসেবকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

পোষ্ট অফিস সড়ক সংলগ্ন স্থানে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির নেতাকর্মীরা বলেন, সিন্ডিকেটের কারনে নিত্য প্রয়োজনীয় পণ্যের চড়া দাম। যা দেশের সাধারণ মাুনষের ক্রয় ক্ষমতার অনেকটাই বাইরে চলে যাচ্ছে। এছাড়া সরকার বিএনপির নেতা-কর্মীদের গায়েবী মামলার ফলে কেউ কারাবন্দি আবার কেউ ঘর ছাড়া। তাই মামলা তুলে নিয়ে কারাবন্দি নেতাকর্মীদের মুক্তি দিতে হবে। তারা বলেন, সরকার মুখে এক কথা বললেও আমাদের মিছিল সমাবেশ করতে পুলিশ দিয়ে বাধা দিচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :