মামুন হোসেন, পিরোজপুর, এটিভি সংবাদ
পিরোজপুরে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে গনমাধ্যম কর্মীদের সঙ্গে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১ টায় সিভিল সার্জনের সম্মেলন কক্ষে পিরোজপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ইমাম হোসেন মাসুদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. হাসানাত ইউসুফ জাকী।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক এম এ রব্বানী ফিরোজ, সিনিয়র সাংবাদিক মাহমুদ হোসেন প্রমুখ।
প্রেসব্রিফিং এ সিভিল সার্জন ডা. হাসানাত ইউসুফ জাকী জানান, জাতীয় পুষ্টিসেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয় এই কার্যক্রম বাস্তবায়ন করছে। ভিটামিন “এ” এর অভাবজনিত রোগের চিকিৎসায় আগামীকাল মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে পিরোজপুর জেলার ৭টি উপজেলা, ৪ টি পৌরসভা ও ৫৪ টি ইউনিয়নে ১ হাজার ৩৪২টি কেন্দ্রের মাধ্যমে ৬ থেকে ১১ মাস ও ১২ থেকে ৫৯ মাসের মোট ১৪ হাজার ৬৩৫ জন এবং ১ লাখ ১৩ হাজার ২৯৮ জন শিশুকে ১ টি করে নীল রংয়ের এবং ১ টি করে লাল রংয়ের ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রেনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।