atv sangbad

Blog Post

পুলিশকে পিটিয়ে হত্যা মামলার প্রধান দুই আসামী গ্রেফতার

প্রতিবেদক, এটিভি সংবাদ

রাজধানীর নয়াপল্টনে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।রোববার (১২ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন, র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা- ফেনী জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম ও চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি মো. ইউসুফ আলী।

নিহত পুলিশ সদস্য আমিরুল ইসলামের নিথর দেহ পড়ে আছে সড়কে । এটিভি সংবাদ

ফেনী জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিমকে শনিবার রাতে ফেনী সদর এলাকা থেকে গ্রেফতার করে র‍্যাব-৭ এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি মো. ইউসুফ আলীকে জেলা সদর এলাকা থেকে গ্রেফতার করে র‍্যাব-৫ এর সদস্যরা।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর (শনিবার) সরকার পতনের এক দফা দাবিতে নয়াপল্টনে সমাবেশ শুরু করে বিএনপি। সমাবেশ চলাকালে পুলিশের উপর ধাওয়া করে বিএনপি সমর্থকরা।  দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়।  ওই সংঘর্ষে এক পুলিশ সদস্য আমিরুল ইসলাম (কনস্টেবল) নিহত হন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :