atv sangbad

Blog Post

পুলিশের এসআই পরিচয়ে ২৫ বিয়ে!

বিশেষ প্রতিবেদক, এটিভি সংবাদ 

গায়ে বাংলাদেশ পুলিশের পোশাক। কাঁধে এসআই পদমর্যাদার র‌্যাংক ব্যাজ। কোমরে পিস্তল (নকল)। মাথায় ক্যাপ। চলেন প্রাইভেটকারে। গাড়ির সামনে লাগানো থাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মনোগ্রামযুক্ত স্টিকার।

দেখে বোঝার উপায় নেই উনি আসলে একজন প্রতারক। গ্রেফতারের সময় তাকে এভাবেই পাওয়া যায়। আর তিনি পুলিশের এসআই পরিচয় দিয়ে করেছেন ২৫টির মতো বিয়ে।

সোমবার বিকালে ঢাকা-মাওয়া মহাসড়কের লিংক রোড ঝিলমিল পাসপোর্ট অফিসের সামনের রাস্তা ব্যারিকেড দিয়ে শাকিল আহমেদ রুবেল (৩৭) নামের প্রতারককে গ্রেফতার করে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।

মঙ্গলবার জিজ্ঞাসাবাদের আবেদন জানিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেন কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির।

তিনি জানান, পুলিশের পোশাকে গাড়িতে চড়ে ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় গাড়ি থামিয়ে তল্লাশির নামে একলা চলা নারীদের টার্গেট করতের তিনি। এরপর কৌশলে ওই নারীকে গাড়িতে তুলে সঙ্গে থাকা টাকাপয়সা জিনিসপত্র ছিনতাই করতেন। অনেক সময় ধর্ষণও করতেন। অনেক নারী আবার তাকে আসল পুলিশ কর্মকর্তা ভেবে বিয়েও বসেছেন। সে এই পরিচয় দিয়ে ছিনতাইসহ নানা অপকর্ম করত।

পুলিশের এসআই পরিচয়ে ২৫টির মতো বিয়ে করেছেন। বিয়ের পর বেশির ভাগ বউয়ের সর্বস্ব লুটে পালিয়েছে। বেশ কয়েকবার গ্রেফতার হয়ে কারাভোগ করেছেন। প্রতিবারই জামিনে বেরিয়ে পুরনো কাজে ফিরে গেছেন। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১২টি মামলা রয়েছে।

শাকিলের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের কৃষ্ণগোবিন্দপুর জয়পাড়া এলাকায়। তবে বেড়ে উঠা গাজীপুরের কালিয়াকৈরে। বর্তমানে কেরানীগঞ্জসহ বিভিন্ন জায়গায় বাসা ভাড়া নিয়ে থাকতেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :