atv sangbad

Blog Post

পোশাক খাতে যে অস্থিরতা চলছে, তা বিএনপি উসকে দিচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, এটিভি সংবাদ 

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, তৈরি পোশাক খাতে যে অস্থিরতা চলছে, বিএনপির নেতাকর্মীরা তা উসকে দিচ্ছেন। সব জায়গায় ব্যর্থ হয়ে এই জায়গায় এসে সফলতা পাওয়ার চেষ্টা করছে তারা।

রোববার (১২ নভেম্বর) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এমন কথা বলেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের ৫৬ দশমিক ২৫ শতাংশ মজুরি বাড়িয়েছেন। শ্রম মন্ত্রণালয়ের পরামর্শ অনুযায়ী বিজিএমই’র ব্যবসায়ীরা এই বেতন বাড়িয়েছেন; আট হাজার থেকে সাড়ে ১২ হাজার টাকা করেছেন।

আসাদুজ্জামান খান বলেন, তাদের মনে অনেক সংশয় আছে বলে আমরা শুনতে পেয়েছি যে সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড-এগুলোর কী হবে। গার্মেন্টেসের মালিকপক্ষ এগুলোর সমাধান করে দেবেন। তারাও তো ব্যবসা করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :