অনলাইন ডেস্ক, এটিভি সংবাদ
পোষা বিড়ালের কামড়-আঁচরে জলাতঙ্কে আক্রান্ত হয়ে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশের কানপুরে। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই খবর প্রকাশিত হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কানপুরের দেহাত জেলার আকবরপুর শহরে নিজেদের বাড়িতে পোষা বিড়ালকে খাওয়াতে গেলে সেটি ইমতিয়াজউদ্দিনকে (৫৮) কামড় দেয়। ওই ঘটনার দুদিন পর তার ছেলে আজিমকে (২৪) আঁচড় দেয় তাদের বিড়ালটি। ঘরের বিড়াল হওয়ায় কামড় বা আঁচড়ের বিষয়টি তারা গুরুত্ব দেননি। ওই ঘটনার কয়েক দিন পরই তাদের মধ্যে জলাতঙ্কের লক্ষণ দেখা দেয়। এক সপ্তাহের মধ্যে বাবা-ছেলের মৃত্যু হয়।
স্থানীয় প্রশাসন জানায়, ইমতিয়াজউদ্দিন নয়ডার একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তার ছেলে আজিমও নয়ডাতেই কাজ করতেন। দিন পনেরো আগে বাবা-ছেলে ছুটি নিয়ে আকবরপুরে নিজেদের বাড়িতে যান। আগে থেকেই তাদের বাড়িতে একটি পোষা বিড়াল রয়েছে। সেপ্টেম্বরের কোনো একদিন বিড়ালটিকে রাস্তার একটি কুকুর কামড়েছিল কিন্তু বাড়ির কেউ সেটি জানতেন না। বাড়ি ফিরে বিড়ালটিকে আদর করতে গিয়ে প্রথম কামড় খান ইমতিয়াজ। এর দুই দিন বিড়ালটি আজিমকে আঁচড় দেয়। পরে ২৫ নভেম্বর আজিমের ও ৩০ নভেম্বর ইমতিয়াজের মৃত্যু হয়। চিকিৎসকার জানিয়েছেন, দু’জনেরই জলাতঙ্কে মৃত্যু হয়েছে।