বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, অধিদপ্তরে কোনো কাজ করার জন্য টাকা দেওয়ার প্রয়োজন নেই। বিধি-বিধান অনুযায়ী অধিদপ্তর সেবা দিয়ে থাকে।
নিউজ ডেস্ক, এটিভি সংবাদ
মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করাসহ শিক্ষকদের বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার প্রলোভন দেখিয়ে একটি প্রতারকচক্র টাকা হাতিয়ে নিচ্ছে। মাদরাসা শিক্ষা অধিদপ্তর ও কর্মকর্তাদের নাম ভাঙিয়ে এমন প্রতারণা অধিদপ্তরের নজরে এসেছে। বিষয়টি জানিয়ে সংশ্লিষ্টদের সতর্ক করেছেন অধিদপ্তরের কর্মকর্তারা।
বুধবার মাদরাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মো. জাকির হোসেন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, অধিদপ্তরে কোনো কাজ করার জন্য টাকা দেওয়ার প্রয়োজন নেই। বিধি-বিধান অনুযায়ী অধিদপ্তর সেবা দিয়ে থাকে।