atv sangbad

Blog Post

প্রথম টোল দিয়ে ‘পদ্মা সেতু’ পার হলেন প্রধানমন্ত্রী

সৈকত মনি, এটিভি সংবাদ 

দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোটি মানুষের স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি আজ শনিবার (২৫ জুন) সকাল সাড়ে ১১টায় এ সেতুর উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী মাওয়া প্রান্তে স্থাপিত টোল প্লাজায় টোল দিয়ে তার গাড়ি বহর নিয়ে শরীয়তপুরের জাজিরা প্রান্তে পৌছান এবং সেখানে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে যোগ দেন।

এর আগে উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ‘কোটি কোটি দেশবাসীর সঙ্গে আমিও আজ আনন্দিত, গর্বিত এবং উদ্বেলিত। অনেক বাধা-বিপত্তি উপেক্ষা করে আর ষড়যন্ত্রের জাল ছিন্ন করে প্রমত্তা পদ্মার বুকে আজ বহু কাঙ্ক্ষিত সেতু দাঁড়িয়ে গেছে।’

শেখ হাসিনা আরও বলেন, তারুণ্যের কবি, দ্রোহের কবি সুকান্ত ভট্টাচার্য্যের ভাষায় তাই বলতে চাই: সাবাস, বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়।

উল্লেখ্য, আগামীকাল পদ্মা সেতু সর্বসাধারনের জন্য খুলে দেয়া হবে।

সেতু উদ্বোধনের দিন যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় সেজন্য কঠোর নিরাপত্তা বলয়ে ঢেকে দেয়া হয়েছে পদ্মা সেতুর দুই পাড়।

সমাবেশস্থলে পুলিশের পাশাপাশি কাজ করছে সেনাবাহিনী, স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসফ) ও অন্যান্য বাহিনীর সদস্যরা। স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকেও নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :