ক্রীড়া ডেস্ক, এটিভি সংবাদ
ব্রাজিল ফুটবল সংস্থার নির্বাচনে অনিয়মের অভিযোগে এডনাল্ডো রদ্রিগেজ ও তার কমিটির বাকিদের সরিয়ে দিয়েছিল রিও ডি জেনেরিও’র একটি আদালত। তখন নিষেধাজ্ঞার শঙ্কায় পরেছিল ব্রাজিল ফুটবল। তবে দেশটির সুপ্রিম কোর্ট আবারও পুনর্বহালের নির্দেশ দেয় রদ্রিগেজকে।
রদ্রিগেজ পুনর্বহাল হওয়ার পরই ব্রাজিলের নিষেধাজ্ঞা শঙ্কা কেটে যায়। এবার ফিফা কর্মকর্তা এমিলিও গার্সিয়াও নিশ্চিত করেছেন বিষয়টি। গার্সিয়া বলেন, ‘সুপ্রিম কোর্টের দেওয়া রায়ে আমরা স্বস্তি পেয়েছি, তারা ব্রাজিলিয়ান ফুটবলের অবাধ ও গণতান্ত্রিক সিদ্ধান্তের প্রেক্ষিতে এডনাল্ডোতে সভাপতি পদে পুনর্বহাল করেছে। ব্রাজিল ফুটবল তাদের সভাপতি নির্বাচন করেছে এই স্বাভাবিক পরিবেশে ফিরতে পেরে আমরাও খুশি। কেননা, ব্রাজিল আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ হওয়ার বড় ঝুঁকিতে ছিল। সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত সে শঙ্কা দূর করেছে এবং বিষয়টি নিয়ে আর আলোচনার প্রয়োজন নেই।’
রদ্রিগেজ পুনর্বহাল হওয়ার পরই ছাটাই হয়েছেন ফার্নান্দো দিনিজ। নতুন কোচ হিসেবে যোগ দেন দরিভাল।