ক্রীড়া ডেস্ক, এটিভি সংবাদ
বিশ্বকাপের ঠিক আগমুহুর্তে গত ২৬ সেপ্টেম্বর নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ চলাকালীন ড্রেসিং রুম ছেড়ে চলে যাওয়ায় কম সমালোচনা হয়নি টিম ম্যানেজার নাফিস ইকবালের। সাকিব আল হাসান না চাওয়াতেই নাকি ভারত বিশ্বকাপে যাওয়া হয়নি তার। এমনও গুঞ্জন উঠে, তামিম ইকবালকে দল থেকে বাদ সেওয়ার খবর জানতে পেরে পদ ছাড়েন তিনি।
তবে সেসব আলোচনা-সমালোচনা পেছনে ফেলে আবারও জাতীয় দলের টিম ম্যানেজার পদে ফিরছেন নাফিস ইকবাল। বোর্ডের একটি সূত্র জানিয়েছে, নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে পুরনো দায়িত্ব পালন করবেন তিনি।
গত বছর ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে বাংলাদেশ দলের টিম ম্যানেজার সাব্বির খান পদ ছেড়ে দিলে পাকিস্তান সিরিজ দিয়েই ম্যানেজারের দায়িত্ব নেন নাফিস ইকবাল। এরপর থেকে নিয়মিত দায়িত্ব পালন করলেও নানা সময় তার বিরুদ্ধে কথা উঠেছে। দায়িত্ব থেকে নাফিসকে সরিয়ে দেওয়ার কথাও ওঠে। তবে শেষ পর্যন্ত টিকে গেলেও বিশ্বকাপের আগেই আবার বাদ পড়ে যান তিনি। বিশ্বকাপ শেষে আবারও ফিরছেন। এ যেন কানামাছি খেলা চলছে নাফিস ইকবাল আর বিসিসিবির।
টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সার্কেলে থাকা ম্যাচ দুটির প্রথমটি শুরু ২৮ নভেম্বর, সিলেটে। দ্বিতীয় টেস্ট হবে ঢাকায়, শুরু ৬ ডিসেম্বর।