atv sangbad

Blog Post

ফের সড়ক অবরোধ, গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম বেতন দাবী ২৩ হাজার টাকা

প্রতিবেদক, এটিভি সংবাদ

ন্যূনতম বেতন দাবী ২৩ হাজার টাকার দাবীতে ফের রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন গার্মেন্টস শ্রমিকরা। রোববার (১২ নভেম্বর) সকাল সোয়া ৮টায় মিরপুর ১৩ নম্বরের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কয়েকশ শ্রমিক।

জানা যায়, সড়ক অবরোধের কারণে মিরপুর ১৩, ১৪ ও ১০ নম্বরে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। মূল সড়কসহ আশপাশের সড়কে যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভে মিরপুর ১৩ নম্বরের ভিশন, এমবিএম, লোডস্টার, সারোজ গার্মেন্টসসহ আশপাশের ১০টি গার্মেন্টসের শ্রমিকরা অংশ নেওয়ার কথা জানা গেছে।

বিক্ষোভকারীর জানায়, তাদের বেতন ন্যূনতম ২৩ হাজার টাকা করার দাবিতে তারা রাস্তায় নেমেছেন। নতুন যে বেতন ১২ হজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে তা তারা মানেন না।

কাফরুল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুকুল আলম বলেন, সকালে শ্রমিকরা রাস্তায় নেমেছেন। সকাল ৯ টার পর তারা মিরপুর ১০ নম্বর গোলচত্বরে গেছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :