নিউজ ডেস্ক, এটিভি সংবাদ :
যুক্তরাষ্ট্রের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
এ ম্যাচে ২টি পরিবর্তন নিয়ে নামছে নাজমুল হোসেন শান্ত বাহিনী। একাদশে ঢুকেছেন লিটন দাস ও হাসান মাহমুদ। লিটন প্রথম ম্যাচে খেললেও যুক্তরাষ্ট্র সিরিজে হাসানের এটি প্রথম ম্যাচ। প্রথম ম্যাচে ১৪ রান করার পর দ্বিতীয় ম্যাচ থেকে বাদ পড়েছিলেন লিটন।
লিটন ও হাসান দলে ঢোকায় বাদ পড়েছেন জাকের আলী অনিক ও শরিফুল ইসলাম। প্রথম ২টি ম্যাচেই খেলেছেন তারা। জাকের প্রথম ম্যাচে ৯ ও দ্বিতীয় ম্যাচে ৪ রান করেন। প্রথম ম্যাচে শরিফুল ১ ও দ্বিতীয় ম্যাচে ২ উইকেট নেন।
যুক্তরাষ্ট্র বিশ্রাম দিয়েছে দলের বড় ৪ তারকাকে। অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল, স্টিভেন টেলর, হারমিত সিং ও আলী খান এ ম্যাচে খেলছেন না। প্রথম ম্যাচে টেলর ২ উইকেট নেয়ার পর ব্যাট হাতে করেছিলেন ২৮ রান। দ্বিতীয় ম্যাচে ৩১ রান করলেও কোনো উইকেট পাননি তিনি। প্যাটেল প্রথম ম্যাচে ১২ রান করার পর দ্বিতীয় ম্যাচে করেন দলীয় সর্বোচ্চ ৪২ রান, তার অনুপস্থিতিতে তৃতীয় ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন অ্যারন জোনস। প্রথম ম্যাচে ৩৩ রান করা হারমিত দ্বিতীয় ম্যাচে শূন্য রানে আউট হন। আলী খান তো দ্বিতীয় ম্যাচে ৩ উইকেট নিয়ে যুক্তরাষ্ট্রকে সিরিজই জেতান। প্রথম ম্যাচে ১ উইকেট নিয়েছিলেন তিনি।
বাংলাদেশ একাদশ
লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, রিশাদ হোসেন, তানজিম সাকিব, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।