টাঙ্গাইল প্রতিবেদক, এটিভি সংবাদ
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেছেন, আওয়ামী লীগ ও বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য দেশের মানুষকে জিম্মি করে দেশকে অস্থিতিশীল করে তুলছে। বর্তমানে দেশ চালাচ্ছে পুলিশ ও সরকারী কর্মকর্তারা।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকে হত্যার প্রতিবাদ করেছিলাম একমাত্র আমি কাদের সিদ্দিকী। ৭৫’র পর আওয়ামী লীগের কাউকে খুঁজে পাওয়া যায়নি। অনেক আওয়ামী লীগ নেতারা তখন খন্দকার মোস্তাকের সঙ্গে হাত মিলিয়েছিলেন। অনেক নেতা আবার বঙ্গবন্ধুর চামড়া দিয়ে ডুগডুগি বাজাতে চেয়েছিল। অথচ আজ তারাই আওয়ামী লীগের বড় নেতা।
বুধবার (১৬ আগস্ট) কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত ঐতিহাসিক মাকড়াই দিবস উপলক্ষে জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় বঙ্গবীর এসব কথা বলেন।
কাদের সিদ্দিকী বলেন, ১৯৭১ সালের ১৬ আগস্ট পাকহানাদারদের বিরুদ্ধে ধলাপাড়া সম্মুখ যুদ্ধে মাকড়াইয়ে হাতে-পায়ে গুলিবিদ্ধ হই। এ যুদ্ধে হাতেম আলীসহ ২ জন শহীদ হন। আওয়ামী লীগ ও বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য দেশের মানুষকে জিম্মি করে দেশকে অস্থিতিশীল করে তুলছে।
সাংবাদিক আতিকুর রহমান আতিকের সঞ্চালনায় ও স্থানীয় মো. হালিম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান তালুকদার (বীর প্রতীক), সরকারি সা’দত বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি শামীম আল মুনসুর আজাদ সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা বদিউর রহমান বদি, এটিএম আবু সালেক হিটলু, বাসাইল পৌর মেয়র রাহাত হাসান টিটু প্রমুখ।
তিনি আরও বলেন, এমন বাংলাদেশের জন্য ৭১ সালে যুদ্ধ করি নাই। এমন বাংলাদেশ চাইনি। ১৯১৮ সালের মতো নির্বাচন বাংলাদেশে আর হবে না। বক্তৃতার মধ্যে হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়লে বক্তব্য অসম্পূর্ণ রেখে তাকে দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এ সংবাদ লেখা পর্যন্ত তাঁর টাঙ্গাইলের বাসায় অবস্থান করছেন এবং সুস্থ আছেন।