atv sangbad

Blog Post

বাংলাদেশকে ৮২ মিলিয়ন ইউরো অনুদান সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন

অনলাইন ডেস্ক, এটিভি সংবাদ 

বাংলাদেশ সরকার ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে মোট ৮২ মিলিয়ন ইউরো অর্থায়ন সম্বলিত ৬টি অনুদান সহায়তা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার (২৫ অক্টোবর) বেলজিয়ামের ব্রাসেলসে চুক্তিগুলো সই হয়।

স্বাক্ষরিত চুক্তিগুলো- হিউম্যান ক্যাপিটাল ডেভলপমেন্ট প্রোগ্রাম ফর বাংলাদেশ ২০২১ (এইচসিডিপি ২১) শীর্ষক কর্মসূচির অনুকূলে অতিরিক্ত ৩০ মিলিয়ন ইউরো, পার্টনারশীপ ফর গ্রিণ এনার্জি ট্রান্সজিশন শীর্ষক প্রকল্পের অনুকূলে ১২ মিলিয়ন ইউরো, এ্যাডভেন্সিং ডিসেন্ট ওয়ার্ক ইন বাংলাদেশ শীর্ষক প্রকল্পের অনুকূলে ১০ মিলিয়ন ইউরো, ই-ইফেকটিভ গভার্নেন্স এক্সিলেটারিং ই-গর্ভনমেন্ট এন্ড ডিজিটাল পাবলিক সেভার্স ইন বাংলাদেশ শীর্ষক প্রকল্পের অনুকূলে ১০ মিলিয়ন ইউরো, স্ট্রেনথিং প্রিভেনশন এন্ড রেসপন্স টু জেন্ডার ভায়োলেন্স এ্যাট পাবলিক এন্ড ওয়ার্কপ্লেস ইন বাংলাদেশ শীর্ষক প্রকল্পের অনুকূলে ১০ মিলিয়ন ইউরো এবং স্কেলিং আপ গ্রিণ কনস্ট্রাকশন ইন বাংলাদেশ শীর্ষক কর্মসূচির অনুকূলে ১০ মিলিয়ন ইউরো। প্রকল্পসমূহ বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগ বাস্তবায়ন করবে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট অরসুলা ভন ডের লিয়েন এবং ইউরোপীয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট তেরেসা জারউইনস্কার উপস্থিতিতে বাংলাদেশ সরকারের পক্ষে ইআরডি সচিব শরিফা খান এবং ইইউর পক্ষে আইএনটিপিএ’র মহাপরিচালক কোয়েন ডোয়েন্স অনুদান চুক্তিসমূহ স্বাক্ষর করেন। অনুদানের অর্থ দেশব্যাপী মানসম্মত শিক্ষা ও কারিগরি শিক্ষা প্রসারের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি, নবায়নযোগ্য জ্বালানী শক্তি উৎপাদন,পরিবেশসম্মত ইট উৎপাদন, লিঙ্গ বৈষম্য রোধ, সরকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ ও জনগণের সেবা প্রাপ্তি নিশ্চিতকল্পে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে ব্যয় করা হবে।

 

বাসস

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :