নিউজ ডেস্ক, এটিভি সংবাদ :
বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেন,বেগম খালেদা জিয়াকে কর্মক্ষম করতে বাংলাদেশে প্রয়োজনীয় চিকিৎসা নেই।
বৃহস্পতিবার (২ মে) সন্ধ্যায় সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
জাহিদ হোসেন জানান, ২৫-২৬ ঘণ্টা চিকিৎসার পর ম্যাডামের শারীরিক অবস্থার অনেকটা উন্নতি হয়।
তিনি বলেন, তার লিভার এবং কিডনি রোগের মতো জটিল রোগ রয়েছে। লিভারের ডিজিজের কারনে তার অনেক সমস্যা হচ্ছে। বাংলাদেশে ওনাকে কর্মক্ষম করার জন্য প্রয়োজনীয় কোনো চিকিৎসা নেই।
এর আগে, বুধবার (১ মে) জরুরি চিকিৎসা পরীক্ষার জন্য খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
সারাদিন হাসপাতালে থাকার পর আজ সন্ধ্যায় তাকে বাড়িতে আনা হয়।