atv sangbad

Blog Post

atv sangbad > সারাদেশ > বাংলাবাজার-শিমুলিয়া রুট হয়ে ঢাকামুখী যাত্রীদের উপচেপড়া ভীড়

বাংলাবাজার-শিমুলিয়া রুট হয়ে ঢাকামুখী যাত্রীদের উপচেপড়া ভীড়

শফিক স্বপন (মাদারীপুর), এটিভি সংবাদ 

বাংলাবাজার-শিমুলিয়া রুট হয়ে ঢাকামুখী যাত্রীদের উপচেপড়া ভীড় পড়েছে। সকাল থেকে বেলা বাড়ার সাথে সাথে ভীড় আরো বাড়ছে। পরিস্থিতি এমন দাড়িয়েছে যে অনেক ক্ষেত্রে যাত্রীদের চাপে জরুরী যানবাহন পারাপারও ব্যাহত হচ্ছে।

মাত্র ৫টি ফেরি দিয়ে পারাপার করায় ও অধিকাংশ ফেরি ও সকল লঞ্চ যোগাযোগ বন্ধ থাকায় ফেরিগুলোতে বেশি ভীড় হচ্ছে। অতিরিক্ত ভীড়ের কারনে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হচ্ছে চরমভাবে। ঘাট এলাকায় ব্যক্তিগত যানবাহন ও পন্যবাহী ট্রাকের সাড়ি রয়েছে। কোথাও দেখা যায়নি স্বাস্থ্যবিধি মানার লক্ষন। মাইক্রোবাস, মোটরসাইকেল, ইজিবাইকসহ বিভিন্ন যানবাহনে বাড়তি ভাড়া দিয়ে ঘাটে আসছেন যাত্রীরা।

লঞ্চ বন্ধ থাকলেও প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে স্পীডবোট ও ট্রলারে পারাপার হচ্ছে। ইজিবাইক, সিএনজি, মোটরসাইকেলে বরিশাল থেকে ৫’শ থেকে ৬’শ টাকা, গোপালগঞ্জ ৫’শ টাকা, খুলনা ৭’শ টাকা, মাদারীপুর ২’শ টাকা,বাগেরহাট ৬৫০ টাকাসহ প্রতিটি যানবাহনেই কয়েকগুন ভাড়া আদায় করা হচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :