https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ ‘বাকশালে একটি পদের জন্য অনেকের হাতে-পায়ে ধরেছেন জিয়া’ ‘বাকশালে একটি পদের জন্য অনেকের হাতে-পায়ে ধরেছেন জিয়া’ – atv sangbad
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:৪৫ অপরাহ্ন

‘বাকশালে একটি পদের জন্য অনেকের হাতে-পায়ে ধরেছেন জিয়া’

রিপোর্টার নাম / ৩৫ Time View
Update : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩, ১০:১৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক, এটিভি সংবাদ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. কামালউদ্দিন আহমদ বলেছেন, ‘বাকশালে যোগদান করার জন্য একধরনের প্রতিযোগিতা! কে কার আগে বাকশালের সদস্য পদ নেবেন! আমাদের জিয়াউর রহমান সাহেবও সেই পদ পাবার জন্য কী যে প্রচেষ্টা, কতজনের হাতে-পায়ে ধরা। আমাকে সদস্য পদ দিয়ে দেন। আমি বাকশালের সদস্য হতে চাই।’ জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় বক্তৃতা প্রতিযোগিতা ২০২৩ ও আলোচনাসভায় বক্তৃতা প্রদানকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘তিনি (জিয়াউর রহমান) আবার বঙ্গবন্ধু নিহতের পর বলেন, বঙ্গবন্ধুর মৃত্যুতে কী হয়েছে? ভাইস প্রেসিডেন্টের পদ তো আছে। এই যে স্ববিরোধিতা! আমাদের মধ্যে কিন্তু সেই চরিত্রের অভাব নেই। সেই চরিত্রদের থেকে আমাদের সচেতন থাকতে হবে। এ সকল বিশ্বাসঘাতকের থেকে আমাদের সচেতন থাকতে হবে।’

এ ছাড়া অনুষ্ঠানে পিরোজপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী সাইফুদ্দিন বলেন, ‘মুজিব যে রাষ্ট্র তৈরি করেছিলেন তা জাতিভিত্তিক। তিনি সভ্যদের নিয়ে আরেকটি দল গঠন করেছিলেন, নাম বাকশাল। আমরা ছোটকালে মিছিল দিতাম―বিশ্বে এলো নতুন বাদ মুজিববাদ, মুজিববাদ। সম্পূর্ণ নতুন আঙ্গিকে নতুন মতাদর্শ নিয়ে এসেছিল বাকশাল।

কিন্তু মুজিবের মৃত্যুতে আমরা এর সুফল পেলাম না। এই মৃত্যুর নেতৃত্ব দিয়েছিল তারা, যারা ১৫ আগস্টে জন্মদিন পালন করে। আমি একজন শিক্ষক, আমি আমার ছাত্রদের বলতে চাই, কেউ যেন ১৫ আগস্টে জন্মদিন পালন করতে না পারে।’ 

ডিবেটিং সোসাইটির সভাপতি সাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সোসাইটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাজু। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান।

আলোচনায় আরো অংশ নেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মোস্তফা কামাল, জবি ডিবেটিং সোসাইটির মডারেটর মো. মেফতাহুল হাসান, বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহীম ফরাজী ও সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন।

জাতীয় বক্তৃতা প্রতিযোগিতায় প্রথম হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের নাহিদ হাসান, দ্বিতীয় হয়েছেন জবি ইতিহাস বিভাগের রোকসানা আক্তার, তৃতীয় হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের রুবিনা জাহান, চতুর্থ হয়েছেন জবি ফার্মেসি বিভাগের তৌফিকুর রহমান এবং পঞ্চম হয়েছেন জবি সমাজবিজ্ঞান বিভাগের হোমাইরা সাদাত। তারা ‘বিশ্বমঞ্চে বঙ্গবন্ধু’ টপিকের ওপর একক বক্তৃতা দিয়ে এই পুরস্কার অর্জন করেন।

এটিভি/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ