নিজস্ব প্রতিনিধি, এটিভি সংবাদ
আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, বাঙালি-মুসলমানদের বড় সমস্যা তারা দ্রুত সবকিছু ভুলে যায়। নিকট অতীতও খুব দ্রুত ভুলে যায়। যেমন, শেখ হাসিনার অপকর্মও তারা ভুলে গেছে। ফ্যাসিবাদের জুলুম নিয়ে আলোচনা কমে গেছে। তার অপকর্ম নিয়ে আরও আলোচনা হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।
আজ রোববার (৬ অক্টোবর) দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
মাহমুদুর রহমান বলেন, স্কাইপ কেলেঙ্কারির খবর প্রকাশ করায় তাকে জেলে যেতে হয়েছিল। অথচ এটি একটি ভালো উদাহরণ হতে পারতো। এছাড়া, আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধসহ সাত দফা দাবিও উত্থাপন করেন মাহমুদুর রহমান।
পুলিশের সংস্কার এখনও হয়নি জানিয়ে তিনি বলেন, বাস্তবতা মেনে নিয়েই সামনের দিকে এগোতে হবে। দেশকে অসাম্প্রদায়িক করে গড়ে তোলার আহ্বানও জানান তিনি। একই সাথে এ বিষয়ে সকলকে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি।