গাজীপুর থেকে ওবায়দুল কবির, এটিভি সংবাদ
গাজীপুর মহানগরের বাসন মেট্রো থানার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে গাজীপুরে একটি কমিউনিটি সেন্টারে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বিগত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. তানভীর সিরাজকে সভাপতি এবং সদস্য সচিব কাউন্সিলর মোসলেম উদ্দিন চৌধুরী মুসাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
গাজীপুর মহানগরের বাসন মেট্রো থানা বিএনপি’র আহ্বায়ক মো. মনিরুল ইসলাম মনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ। সম্মেলনে প্রধান অতিথি সংগঠণটির সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা করেন। গাজীপুর মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক মঞ্জুরুল করিম রনি সভাপতিত্ব করেন।
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো: বেনজীর আহাম্মেদ টিটু, বিশেষ অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা: মোঃ মাজাহারুল আলম।
সম্মেলনের উদ্বোধক হিসেবে ছিলেন গাজীপুর মহানগর বিএনপি’র সদস্য সচিব মো: শওকত হোসেন সরকার, আমন্ত্রিত অতিথি ছিলেন আহমদ আলী রুজদি, আলহাজ্ব সরুজ আহাম্মেদ ও রকিব উদ্দিন সরকার পাপ্পু, মহানগন কৃষক দলের আহ্বায়ক আতাউর রহমান, মহানগর ওলামা দলের আহ্বায়ক কাজী মোস্তফা জামাল খোকন ও বাসন থানা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম। পরে এতে নবগঠিত সভাপতি ও সাধারণ সম্পাদক মিলে ৭দিনের মধ্যে ১০১ সদস্যের কমিটি গঠণ করার সিদ্ধান্ত নেয়া হয়।