আহসান হাবীব, এটিভি সংবাদ
জাতীয় নির্বাচন নিয়ে রাজনীতির মাঠ এখন সরগরম। প্রতিদিনই দেশের প্রধান দুই দল মাঠে ময়দানে নানা কর্মসূচি পালন করছে। এ ধারাবাহিকতায় রাজনীতির চলমান সার্বিক পরিস্থিতি নিয়ে আজ বৃহস্পতিবার (৩ আগস্ট) সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি।
বুধবার (২ আগস্ট) রাতে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে গণমাধ্যমে এমন তথ্য পাঠানো হয়েছে।
দুপুর সাড়ে ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এদিকে বুধবার দেশের রাজনৈতিক অবস্থা নিয়ে কূটনীতিকদের ব্রিফ করেছেন দলটির নেতারা।
বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন,
কূটনীতিকরা জানতে চেয়েছেন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ঘটনাগুলো কী হচ্ছে। ২৮ জুলাই সমাবেশের পর ২৯ জুলাই বিএনপির কর্মসূচিতে সরকারি দল যে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, সে বিষয়েও তারা জানতে চেয়েছে। দলের পক্ষ থেকে এসব বিষয়ে তাদের অবহিত করা হয়েছে।
রাজনৈতিক ময়দানের উত্তাপের সঙ্গে যুক্ত হয়েছে দুর্নীতির মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানকে কারাদণ্ড দেয়ার ইস্যু।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, সরকার প্রতিপক্ষবিহীন রাজনীতি করতে চাইছে। আজকের রায় সরকার প্রধানের নির্দেশে হয়েছে। আলোর গতিতে এ মামলা চালিয়ে রায় দেয়া হয়েছে। এ রায় ফরমায়েশি। বিএনপিকে নেতৃত্বশূন্য করতে আদালতের ঘাড়ে বন্দুক রেখে এ রায় দেয়া হয়েছে, যা বেগম জিয়ার বেলাতেও হয়েছে।
এটিভি/এস