লক্ষ্মীপুর প্রতিনিধি, এটিভি সংবাদ
লক্ষ্মীপুরের রামগতিতে ছাত্রলীগকর্মীর পরিবারের সদস্যদের মারধর ও দোকনঘরে আগুন দেওয়ার ঘটনায় বিএনপির ১৭৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। এতে ২৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় আরও ১৫০ জনকে আসামি করা হয়। এ মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার বিকেলে আহত ছাত্রলীগ কর্মী মো. শাকিলের বাবা আবদুর রব বাদী হয়ে রামগতি থানায় এ মামলা করেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন– উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নিরব শেখ, ওয়ার্ড যুবদল নেতা মো. বাশার ও আল-আমিন। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। তারা রামদয়াল এলাকার বাসিন্দা।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, এরই মধ্যে এ মামলার তিন আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামিদের ধরতে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।
গত শুক্রবার রাতে নোয়াখালীতে বিএনপি নেতাকর্মীর পথযাত্রা শেষে রামদয়াল বাজার এলাকায় ছাত্রলীগ কর্মী মো. শাকিলের বাড়িতে এ হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।