সিলেট প্রতিনিধি, এটিভি সংবাদ
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বিগত সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরকে গ্রেপ্তার করেছে সিলেট মহানগর পুলিশ। শনিবার (৮ এপ্রিল) বেলা ৩টার দিকে বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি এটিভি সংবাদ ডটকমকে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) সুদীপ দাস। তিনি বলেন, ‘সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা থেকে তিনি সিলেট আসার পর তাকে গ্রেপ্তার করা হয়। পুরানো একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয় জানিয়ে তিনি বলেন, বিশেষ ক্ষমতা আইনের মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় সেটি আজ কার্যকর করা হয়।