নিজস্ব প্রতিবেদক, এটিভি সংবাদ
বিএনপি ২০১৩-১৪ সালে জ্বালাও-পোড়াও করেছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, তারা যেকোনো সময় নাশকতা করতে পারে।
সোমবার (১৪ আগস্ট) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে রহমতে আলম ইসলাম মিশন ও ইসলাম মিশন এতিমখানায় উপহার সামগ্রী বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিএনপি তো সব সময় এটিই করে থাকে। আপনারা ১৩-১৪ তে দেখেছেন কেমন নাশকতা করেছে, জ্বালাও-পোড়াও করেছে, মানুষ হত্যা করেছে। এমনকি গবাদি পশুও হত্যা করেছে। ট্রাক-সিএনজির চালক পর্যন্ত বাদ যায়নি। কাজেই তারা যেকোনো সময় নাশকতা করতে পারে। তারা ষড়যন্ত্রের মাধ্যমে সবসময় মনে করে শাসনভার নেবে। তারা যেগুলো করে করছে দেশের মানুষ কোনোদিন বরদাশত করবে না। আমাদের জনগণ সজাগ রয়েছে। কাজেই এ ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে তারা কোনোদিন সফল হবে না।
জঙ্গি প্রসঙ্গে তিনি বলেন, জঙ্গিরা মাথাচাড়া দেয়ার চেষ্টা করলেও তাদের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। তাদের নির্মূল করা হচ্ছে। ১৫ আগস্ট জাতীয় শোক দিবসকে ঘিরে কোনো নিরাপত্তা হুমকি নেই।