ক্রীড়া ডেস্ক, এটিভি সংবাদ :
পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে বিতর্ক যেন সমার্থক। বিতর্ক তাদের পিছু লেগেই থাকে। আর কোনো একটা বিশ্ব আসর এলে তো কথাই নেই, একের পর এক বিতর্কে জড়িয়ে পড়েন তারা। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেও ‘যথারীতি’ বিতর্ক শুরু হয়েছে তাদের নিয়ে। বিশেষ এক নৈশভোজকে কেন্দ্র করে দেশটির সাবেক ক্রিকেটার রশিদ লতিফ ধুয়ে দিয়েছেন পাকিস্তান দলকে।
এনডিটিভির প্রতিবেদন থেকে জানা গেছে, যুক্তরাষ্ট্রে ২৫ ডলার ফি’র বিনিময়ে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে ভক্তদের নৈশভোজের আয়োজন করে পিসিবি। তবে অর্থের বিনিময়ে এমন নৈশভোজ আয়োজনের বিষয়টি মেনে নিতে পারেননি লতিফ। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে তিনি বলেন, ‘অফিসিয়াল নৈশভোজ হতে পারে, কিন্তু ব্যক্তিগত নৈশভোজ? এটা অসহ্যকর। এর মানে আপনি ২৫ ডলারের বিনিময়ে আমাদের খেলোয়াড়দের সঙ্গে দেখা করতে পারছেন। আল্লাহ না করুক, সেখানে যদি কোনো সমস্যা হতো, তাহলে সবাই বলত ক্রিকেটাররা তো সেখানে (যুক্তরাষ্ট্র) টাকা কামাতে গিয়েছে।’
ব্যক্তিগত নৈশভোজের ভাবনা নিয়ে বিস্ময় প্রকাশ করে এই সাবেক পাকিস্তানি উইকেটকিপার যোগ করেন, ‘অনেকেই আমাকে বলে যে, পাকিস্তানি ক্রিকেটারদের কেউ কোথাও ডাকলে তারা জিজ্ঞেস করে কত টাকা দেবেন। এটা স্বাভাবিক হয়ে গেছে। আমাদের সময়ও দুই-তিনটা নৈশভোজ হতো, কিন্তু সেগুলো ছিল অফিসিয়াল নৈশভোজ। দাতব্য কাজে যদি নৈশভোজ হয় সেটাতে যোগ দিতে পারেন, কিন্তু এটা সে ধরনের কোনো অনুষঙ্গ ছিল না।’
উল্লেখ্য, আগামী ৬ জুন যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে পাকিস্তানের বিশ্বকাপ মিশন। এরপর ৯ জুন ভারতের বিপক্ষে নিউইয়র্কের নাসাউ ক্রিকেট গ্রাউন্ডে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে তারা।