আহসান হাবীব, এটিভি সংবাদ
বিদেশ থেকে লোক ভাড়া করে নির্বাচন ভন্ডুল করার ষড়যন্ত্র হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া।
বৃহস্পতিবার (২৭ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘দেশ এগিয়ে চলছে’ বইয়ের প্রকাশনা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, খুনি ও সাম্প্রদায়িক গোষ্ঠী এখন রাষ্ট্র মেরামতের কথা বলছে। তারা বাংলাদেশকে পেছনে নিয়ে যেতে চাইছে। একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব নজিবুর রহমান বলেন, দেশের তরুণ প্রজন্ম ও ভবিষ্যৎ প্রজন্মের জন্যই স্মার্ট বাংলাদেশ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২৬ সালে প্রধানমন্ত্রীর নেতৃত্বেই মধ্যম আয় এবং ২০৩০ সালে উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত হবে বাংলাদেশ।
এটিভি/এস