নীলফামারী প্রতিনিধি, এটিভি সংবাদ :
টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই টাইগারদের হন শ্রীলঙ্কা দল। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়ে লঙ্কানদের ব্যাটিং এ পাঠান টাইগাররা। লঙ্কানরা ব্যাট করে ১২৪ রান সংগ্রহ করেন। তার জবাবে বাংলাদেশ দল এক ওভার ও দুই উইকেট হাতে রেখে জয় তুলে নেন। বাংলাদেশ দল ব্যাটিং শুরুটা ভালো করলেও শেষ পর্যায়ে পাত্তায় কাউকে দেয়নি মাহমুদউল্লাহরা।
রিশাদের দূরদূরান্ত বোলিং সাথে মোস্তাফিজকে নিয়ে তিন, তিনটি উইকেট তুলে নেন তারা দুজন। ম্যাচ সেরা পুরস্কারটাও নিজের করে নিলেন রিশাদ। রিশাদ তাঁর অনুভূতি নিয়ে তিনি জানান,পিচ অনেক ভালো ছিলো সেটি কাজের লাগানোর জন্য সর্বোচ্চ চেষ্টা ছিলো।
এর আগে রিশাদ হোসেন আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের জন্য জাতীয় দলের প্রথমবার খেলেন নীলফামারী এক্সপ্রেস রিশাদ। তখন থেকেই নিয়মিত জাতীয় দলের একের পর এক ম্যাচ খেলে এবার সরাসরি বিশ্বকাপ মঞ্চে খেলছেন নীলফামারীর এই সন্তান রিশাদ।