বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ২০১৩ সালে চাপাতি দিয়ে কুপিয়ে ছাত্রলীগের নেতা আরিফ রায়হান দীপকে হত্যা করে ধর্মান্ধ এক জঙ্গি। এ ঘটনার ১০ বছরের বেশি সময় পার হয়ে গেলেও আজও বিচার মেলেনি ভুক্তভোগী পরিবারের। সোমবার (৭ আগস্ট) তার পরিবারকে ৫০ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কর্তৃপক্ষ। এ সময় আর্থিক সহায়তার জন্য ধন্যবাদ জানাবার পাশাপাশি দীপের হত্যাকারীদের বিচার না হওয়ায় হতাশা প্রকাশ করেন তার বন্ধু ও স্বজনরা।
সোমবার বুয়েটের উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদারের হাত থেকে আর্থিক সহায়তার চেক গ্রহণের পর কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন দীপের বাবা বাবা শেখ আলী আজম। কিন্তু সেই সঙ্গে তার কণ্ঠে ছিল ছেলে হত্যার বিচার না পাওয়ার আক্ষেপ।
আর্থিক সহায়তা হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুয়েট ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)-এর সমন্বয়ক ও তিতাস বোর্ডের পরিচালক তন্ময় আহমেদ।
দীপ হত্যার পর একই বছর তাকে হত্যার চেষ্টা করা হয়। তিনি ঈদের ছুটি কাটাতে গ্রামের বাড়ি গেলে শিবির কর্মীরা তাকে এলোপাথাড়ি কুপিয়ে মৃত মনে করে রাস্তায় ফেলে রেখে যায়। এখনো তার শরীরে ১৩০টি সেলাই চিহ্ন নিয়ে ঘুরছেন তিনি। তৎকালীন সময় প্রকাশিত গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, দীপ ও তন্ময় আহমেদ যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে বুয়েট থেকে সোচ্চার ভূমিকা পালন করায় তাদের ওপর এই হামলা চালানো হয়।
দীপের বন্ধু ও বুয়েট ছাত্র তন্ময় আহমেদ বলেন, বুয়েট কর্তৃপক্ষের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। আমাদের শিক্ষকরা দীপের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে এসেছেন। আমরা আশা করি এই ক্যাম্পাসে কোনো সাম্প্রদায়িক শক্তি আর এভাবে মাথা চাড়া নিয়ে উঠবে না।
এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ পরমাণু কমিশনের প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার, পরমাণু বিজ্ঞানী তানভীর হাসান তালাশ, বুয়েট ছাত্রলীগের সাবেক নেতা এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)’র সম্মানী সহকারী সাধারণ সম্পাদক রনক আহসান, বুয়েট ছাত্রলীগের সাবেক নেতা আবু সাইদ কনক ও খন্দকার জামি উস সানী এবং বুয়েটের শিক্ষক ও কর্মকর্তারা।
এটিভি/এস