আন্তর্জাতিক ডেস্ক, এটিভি সংবাদ
বৃটেনে নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস। তাকে কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী নিয়োগ করেছেন রানী দ্বিতীয় এলিজাবেথ। এর আগে রানীর সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগপত্র পেশ করেন বরিস জনসন। তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন রানী।
এরপরই স্কটল্যান্ডে অবস্থিত বালমোরাল ক্যাসেল ত্যাগ করেন জনসন। তার কয়েক মিনিট পরেই বালমোরালে প্রবেশ করেন লিজ ট্রাস। সেখানে রানী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে গ্রিন রুমে সাক্ষাৎ করেন তিনি। সোমবার ক্ষমতাসীন কনজার্ভেটিভ দলের নেত্রী নির্বাচিত হন লিজ ট্রাস। এরপর আজ রানীর সঙ্গে সাক্ষাৎ করেন। সে সময়ই নিয়ম অনুযায়ী তাকে প্রধানমন্ত্রী নিয়োগ করেন রানী দ্বিতীয় এলিজাবেথ।
সেখান থেকে সরাসরি ১০ ডাউনিং স্ট্রিটে যাওয়ার কথা তার। এর মধ্য দিয়ে বৃটেনের তৃতীয় নারী প্রধানমন্ত্রী হলেন তিনি। প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন মার্গারেট থ্যাচার। দ্বিতীয়জন তেরেসা মে। আর তৃতীয় হলেন লিজ ট্রাস।
বেশির ভাগ বৃটিশ প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের প্রথম দিনে বাকিংহাম প্রাসাদ সফর করার মধ্য দিয়ে আনুষ্ঠানিক কাজ শুরু করেছেন। শুরুতে তাদেরকে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছেন রানী। কিন্তু লিজ ট্রাসের জন্য তা শুরু হয় এক হাজার মাইলের এক সফরের মধ্য দিয়ে। এই পথ পাড়ি দিয়ে তিনি বালমোরাল ক্যাসেলে পৌঁছেন। সেখানে ‘কিসিং হ্যান্ডস’ অর্থাৎ হাতে চুম্বনের এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাকে প্রধানমন্ত্রী নিয়োগ করেন রানী। তিনি তাকে নতুন সরকার গঠনের আমন্ত্রণ জানান।
নিয়োগ পাওয়ার পর ১০ ডাউনিং স্ট্রিটের উদ্দেশ্যে যাত্রা করেন নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস। এটিই তার নতুন কর্মক্ষেত্রে এবং নতুন বাসস্থান। সেখানে পৌঁছে প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণ দেয়ার কথা তার। এ সময় তিনি ঘোষণা করবেন, তার সরকার কি করতে যাচ্ছে।