সৈকত মনি, এটিভি সংবাদ
বৃষ্টি উপেক্ষা করে শান্তি সমাবেশ শুরু করেছে আওয়ামী লীগের তিন অঙ্গ ও সহযোগী সংগঠন। আজ শুক্রবার (২৮ জুলাই) দুপুরে আনুষ্ঠানিকভাবে শুরু হয় সমাবেশ। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নেতা-কর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। হাজার হাজার মানুষের ঢল নামে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে। জিরো পয়েন্টকে কেন্দ্র করে চারপাশে এলাকা স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে।