ক্রীড়া ডেস্ক, এটিভি সংবাদ :
ক্রিকেটের সবচেয়ে জমজমাট দ্বৈরথ ভারত-পাকিস্তান ম্যাচ। অ্যাশেজ সিরিজের চেয়েও বেশি উন্মাদনা দেখা যায় ভারত-পাকিস্তান ম্যাচে। অথচ রাজনৈতিক বৈরিতার কারণে দীর্ঘদিন থেকে বন্ধ ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ। এমনকি তারা একদল আরেক দেশে বৈশ্বিক টুর্নামেন্ট খেলতে যেতেও রাজি হতে চায় না। দুই দলের দ্বৈরথ দেখতে এখন এসিসি বা আইসিসির টুর্নামেন্টই ভরসা। শিগগিরই নতুন করে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ শুরুর সম্ভাবনাও নেই। তবে সম্প্রতি পাকিস্তান সফরের ইচ্ছা প্রকাশ করেছেন ভারতের কিংবদন্তি বিরাট কোহলি।
২০০৮ সালে সর্বশেষবার পাকিস্তান সফর করেছিল ভারতীয় দল। সেবার এশিয়া কাপ খেলতে পাকিস্তানে গিয়েছিল ভারত। আর ২০০৬ সালে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে শেষবার দেশটিতে পা রাখে মেন ইন ব্লুরা। বিরাট কোহলির তখনও ভারতীয় দলে ডাক পাননি। ফলে ক্যারিয়ারে কখনোই পাকিস্তানের মাটিতে খেলার সুযোগ হয়নি ভারতের ইতিহাসে অন্যতম সেরা এই ব্যাটারের।
তবে সম্প্রতি পাকিস্তানের পর্বতারোহী শেহরাজ কাশিফের সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় পাকিস্তান সফরের ইচ্ছা পোষণ করেন কোহলি। ভিডিও কলের সেই কথোপকথন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করেন কাশিফ। সেখানেই তাকে উদ্দেশ্য করে কোহলিকে বলতে শোনা যায়, ‘তোমার পরিবারকে আমার শুভেচ্ছা দিও। আশা করি, আমরা শিগগিরই পাকিস্তান সফর করবো। সবাই তো এখন পাকিস্তান সফর করতে শুরু করেছে।’
কোহলির পাকিস্তান সফরের ইচ্ছার কথা শুনে খুশি হয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। ভারতীয় জাতীয় দলের হয়ে সিরিজ খেলতে বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে কোহলিকে পাকিস্তান সফরে যাওয়ার আমন্ত্রণও জানান এই অলরাউন্ডার।
এ প্রসঙ্গে আফ্রিদি বলেন, ‘আমি কোহলির কাছ থেকে এমন বক্তব্যই আশা করি। আমি কোহলিকে স্বাগত জানাই। সে পিএসএলে বা ভারত দলের হয়ে এখানে খেলতে আসুক।’
২০১৩ সালে শেষবার দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। কোন টুর্নামেন্ট বাদে ভারতের মাটিতে সেটাই পাকিস্তানের শেষ সফর ছিল।