atv sangbad

Blog Post

atv sangbad > অপরাধ-অনুসন্ধান > বেনাপোলের রুদ্রপুর সীমান্তে কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ১

বেনাপোলের রুদ্রপুর সীমান্তে কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ১

যশোর প্রতিনিধি, এটিভি সংবাদ 

ভারতে পাচারের সময় যশোর জেলার বেনাপোলের রুদ্রপুর সীমান্ত থেকে ১০টি স্বর্ণের বারসহ সাকিব হোসেন (১৮) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আটক সাকিব হোসেন সীমান্তবর্তী রুদ্রপুর গ্রামের মৃত কালাম হোসেনের ছেলে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে সীমান্তবর্তী রুদ্রপুর গ্রাম থেকে ১ কেজি ২৩৩ গ্রাম স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়।

ksrm

২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল তানভীর রহমান (পিএসসি) জানান, রুদ্রপুর সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ সোনা পাচার হয়ে ভারতে যাচ্ছে- এমন ধরনের গোপন খবর পেয়ে রুদ্রপুর পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ওই পাচারকারীকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে বিজিবি। পরে তার হাতে থাকা সারের ব্যাগে তল্লাশি চালিয়ে ১০টি স্বর্ণের বার জব্দ করা হয়।

জব্দকৃত স্বর্ণের ওজন ১ কেজি ২৩৩ গ্রাম; যার মূল্য ১ কোটি টাকা বলে বিজিবি জানায়।

তিনি আরও জানান, স্বর্ণের পাচার রোধে সীমান্তবর্তী এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে। আটক পাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :