atv sangbad

Blog Post

‘বেশি দামে পেঁয়াজ বিক্রেতাদের ধরতে মাঠে নামছে ডিবি’

নিজস্ব প্রতিবেদক, এটিভি সংবাদ 

কালোবাজারি-মজুদকারী ও বেশি দামে বিক্রয়কারীদের আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার (১০ ডিসেম্বর) দুপুরে মিন্টো রোডে নিজ কার্যালয়ে এসব কথা বলেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

ডিবিপ্রধান বলেন, ‘পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে গতকাল দুপুর থেকে আমাদের ডিবির লালবাগ বিভাগের একাধিক টিম চকবাজার ও শ্যামবাজার এলাকায় কাজ করেছে। গোয়েন্দা তথ্য সংগ্রহ করেছে। আমরা মনে করি এ সময়ে কেউ যদি কালোবাজারি করে, পেঁয়াজ মজুদ করে, বেশি দামে বিক্রি করার পাঁয়তারা করে, আমাদের গোয়েন্দা তথ্য অব্যাহত আছে। আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসব।’

শুক্রবার পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় ভারত, যা আগামী বছরের মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এই ঘোষণার পর দেশে পেঁয়াজের বাজার অস্থির হয়ে যায়। ২০০ টাকার নিচে বাজারে মিলছে না পেঁয়াজ। অভিযান চালিয়েও ব্যবসায়ীদের রুখতে পারছে না সরকার।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :