atv sangbad

Blog Post

বোয়ালমারীতে একমাস যাবত বিদ্যুৎহীন আশ্রয়ণ প্রকল্পের ১০ পরিবার!

ফরিদপুর প্রতিনিধি, এটিভি সংবাদ 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে নির্মিত আশ্রয়ণ প্রকল্পের ১০টি ঘর উদ্বোধনের এক মাসেও বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি। এতে অন্ধকারে বসবাস করছে ১০টি পরিবার।

স্থানীয় ও উপকারভোগী সূত্রে জানা গেছে, গত ১২ জানুয়ারি ১০টি ঘরের চাবি ১০ জন গৃহহীন ও ভূমিহীন পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ভূমিহীনরা চাবি হাতে পেয়েই ঘরে বসবাস করতে শুরু করেন। ঘরগুলো হস্তান্তর করার কিছুদিন পর ১০টি ঘরের জন্য দুটি টিউবওয়েল বসানো হয়। তবে মাস পার হয়ে গেলেও দেওয়া হয়নি বিদ্যুৎ সংযোগ।

ksrm

উপকারভোগী ভুলু খাতুন, সাঈদ মোল্লা ও ফিরোজ মোল্লা এটিভি সংবাদকে বলেন, আমরা গৃহহীন ও ভূমিহীন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর পেয়ে আমরা কৃতজ্ঞ। তবে মাঠের ভেতরে আশ্রয়ণের এ ঘরে বিদ্যুতের আলো না থাকায় আমাদের কষ্ট হচ্ছে। আমরা দ্রুত বিদ্যুৎ সংযোগ চাই।

এ বিষয়ে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশারেফ হোসাইন বলেন, প্রত্যেক উপকারভোগীর নামে জমিসহ বরাদ্দ হয়ে গেলে বিদ্যুতের ব্যবস্থা হয়ে যাবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :