আন্তর্জাতিক ডেস্ক, এটিভি সংবাদ
যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জের বিভিন্ন অংশ ভয়াবহ দাবানলে পুড়ছে। এরই মধ্যে সমুদ্র বেষ্টিত মাউইতে দাবানলে ৬ জন নিহত এবং আরও অনেক আহত হয়েছেন বলে জানা গেছে।
দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
মাউই কাউন্টির মেয়র রিচার্ড মিসেন ছয়জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দাবানলে কমপক্ষে ২০ জন আহত হয়েছে, যার মধ্যে একজন ফায়ার ফাইটার রয়েছে। আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।
বিবিসি জানায়, হাওয়াই দ্বীপের কাছে প্রশান্ত মহাসাগরে একটি হ্যারিকেনের (ঘূর্ণিঝড়) সৃষ্টি হয়েছে। এ ঘূর্ণিঝড়ের কারণে দাবানল ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে। ভয়াবহ দাবানলে পুড়ছে হাওয়াই দ্বীপ।
বিবিসির প্রতিবেদনে আরও জানানো হয়েছে, ভয়াবহ দাবালনে হাওয়াইয়ের হাজার হাজার মানুষ বিদ্যুৎ–বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। সেখানকার মোবাইল পরিষেবাও বন্ধ হয়ে গেছে। এ কারণে উদ্ধার তৎপরতায় ব্যাঘাত ঘটছে।
কর্মকর্তারা বলছেন, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন তারা। এদিকে মার্কিন কোস্টগার্ডের দেওয়া তথ্য অনুযায়ী, আগুন থেকে বাঁচতে সাগরে ঝাঁপিয়ে পড়া বেশ কিছু মানুষকে উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত অন্তত ১২ জনকে সাগর থেকে উদ্ধারের কথা জানিয়েছে কোস্টগার্ড।
এটিভি/এস