পিরোজপুর প্রতিবেদক, এটিভি সংবাদ
পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ আগষ্ট ) দুপুরে বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের হলরুমে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
বিভাগীয় কমিশনার মো. শওকত আলীর সভাপতিত্বে শপথ গ্রহণ অনুষ্ঠানে পরিচালক (স্থানীয় সরকার) খন্দোকার আনোয়ার হোসেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো: পারভেজ হাসান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো: আহসান হাবিব এবং ভাণ্ডারিয়া পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।
প্রথমে ভাণ্ডারিয়া পৌরসভার নবনির্বাচিত মেয়র মো.ফাইজুর রশিদ খসরুকে শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার মো. শওকত আলী। পরে নির্বাচিত সাধারণ ও সংরক্ষিত ১২ জন কাউন্সিলরকে শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার।