আন্তর্জাতিক ডেস্ক, এটিভি সংবাদ
ভারতীয় পরমাণুবিজ্ঞানী বিকাশ সিংহ মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৮ বছর। দেশটির তৃতীয় সর্বোচ্চ সম্মাননা ‘পদ্মভূষণ’জয়ী এ বিজ্ঞানীর পরিবার জানিয়েছে, বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়েছে। এর আগে ১৪ দিন চিকিৎসাধীন ছিলেন তিনি।
শুক্রবার (১১ আগস্ট) সকাল ৯টার দিকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মারা যান বিকাশ সিংহ। তিনি মুর্শিদাবাদের কান্দি রাজপরিবারের সন্তান ছিলেন। তার বাবা বিমলচন্দ্র সিংহ এবং দাদা অতীশ সিংহ ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী। এদিকে মৃত্যুর পর দুপুরে বিকাশ সিংহের দেহ মিন্টো পার্কের বাড়িতে নেয়া হয় বলে জানান তার সন্তানরা। আর বিকেলে শেষকৃত্য অনুষ্ঠিত হয়।