atv sangbad

Blog Post

atv sangbad > জাতীয় > ভারতের নতুন নাগরিকত্ব আইন তাদের নিজেদের অভ্যন্তরীণ বিষয় : পররাষ্ট্রমন্ত্রী

ভারতের নতুন নাগরিকত্ব আইন তাদের নিজেদের অভ্যন্তরীণ বিষয় : পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক, এটিভি সংবাদ 

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ভারতের নতুন নাগরিকত্ব আইন তাদের নিজেদের অভ্যন্তরীণ বিষয়। তবে প্রতিবেশী দেশ হিসেবে আমরা বিষয়টি নজরে রাখছি। শনিবার (১৬ মার্চ) দুপুরে চট্টগ্রাম নগরীর দেওয়ানজি পুকুর লেনস্থ ওয়াইএনটি সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত অবাধ ও সুষ্ঠু হয়েছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের ভিন্নমত থাকতেই পারে। যেকোনো দেশের ভিন্নমতকে আমরা সম্মান করি। তারা প্রতিক্রিয়ায় বলেছে, বিরোধী দল অংশগ্রহণ করেনি। অথচ ৪৪টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে ২৯টি দল নির্বাচনে অংশগ্রহণ করেছে। কোন বিশেষ রাজনৈতিক দলের অংশগ্রহণ করা না করা, সেটির দায় সরকারের উপর বর্তায় না, সেটি সেই দলের দায়িত্ব।

তিনি আরও বলেন, তবে যুক্তরাষ্ট্রসহ বেশিরভাগ রাষ্ট্র আমাদের সঙ্গে ভবিষ্যতে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছে। পৃথিবীর প্রায় ৮০টি দেশের সরকার এবং রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে। এমনকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনও প্রধানমন্ত্রীকে চিঠি লিখে সম্পর্ক দ্বিতীয় পর্যায়ে উন্নীত করার অভিপ্রায় ব্যক্ত করেছেন। সুতরাং আমাদের বিবেচনায় এই অঞ্চলের নিরিখে অত্যন্ত সুন্দর, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে।

সোমালিয়ায় জিম্মি জাহাজ ‘এমভি আবদুল্লাহ’র বিষয়ে ড. হাছান মাহমুদ বলেছেন, জাহাজ এবং নাবিকদের মুক্ত করতে সরকার কাজ করছে। অতীতেও সবার সম্মিলিত প্রচেষ্টায় ১০০ দিনের মাথায় একই কোম্পানির জাহাজ এবং নাবিকদের মুক্ত করা সম্ভব হয়েছিল। এবারও আশা করছি আমরা সমন্বিত প্রচেষ্টায় সুস্থভাবে নাবিকদের ও জাহাজটাকে মুক্ত করে নিয়ে আসতে পারব।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :