জেলা প্রতিনিধি, নীলফামারী-এটিভি সংবাদ:
উপজেলা পরিষদের তৃতীয় ধাপের নির্বাচনের প্রচার-প্রচারণা শেষে কাল ভোট, কেন্দ্রেগুলো প্রস্তুত। একে অপরকে ছাড় দিতে চান না কোনো প্রার্থী।
গত ১৩ই মে তৃতীয় ধাপের ১১২টি উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল প্রতীক বরাদ্দ হয়। প্রতীক বরাদ্দের পর থেকেই প্রার্থীরা নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। ষষ্ঠ উপজেলা পরিষদের তৃতীয় ধাপের নির্বাচনে নীলফামারী সদর আসনে চারজন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তারা হলেন:
নীলফামারী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজাফর রহমান, জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম বাবু,ওয়ার্কার্স পার্টির সভাপতি তপন কুমার রায় ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক দীপক চক্রবর্তী। ভাইস চেয়ারম্যান পদে আরিফ হোসেন, অনিমেশ রায়, জ্যোতির্ময় রায়, আক্তারুজ্জামান সম্রাট ও হর্ষ বর্ধন রায়।
মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন বর্তমান ভাইস চেয়ারম্যান শান্তনা রানী চক্রবর্তী, সাবেক ভাইস চেয়ারম্যান আলিফা সুলতানা লাভলী, সাথী আক্তার ও শিউলী আক্তার প্রতিদ্বন্দ্বিতা করছেন।