ভোলা প্রতিনিধি, এটিভি সংবাদ
ভোলার বোরহানউদ্দিনের তেঁতুলিয়া নদী থেকে ড্রেজার মেশিনে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুটি লোডিং মেশিনের পরিচালককে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। রোববার (১০ নভেম্বর) বিকালে তেঁতুলিয়া নদীর হাঁসের চর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক, এমবি ইফাজ ইয়াসিন ও মেরাজ এন্টারপ্রাইজ নামক দুটি লোডিং ড্রেজারের পরিচালককে ওই অর্থ জরিমানা করেন বলে জানিয়েছে আদালত।
সহকারী কমিশনার ভূমি মো. মেহেদী হাসান জানান, ড্রেজার মেশিন দিয়ে একটি মহল অবৈধভাবে তেঁতুলিয়া নদী থেকে বালু উত্তোলন করছেন, এমন সংবাদে বিকালে তেঁতুলিয়ায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এমবি ইফাজ ইয়াসিন ড্রেজার মেশিনের পরিচালককে ১ লাখ টাকা ও মেরাজ এন্টারপ্রাইজের পরিচালককে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড দেয়া হয়।
এ কর্মকর্তা আরও জানান, জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে। অভিযানে সহযোগিতা করেন বোরহানউদ্দিন থানা ও বাংলাদেশ নৌ পুলিশ।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান উজ্জামান বলেন, অবৈধভাবে বালু উত্তোলন প্রতিরোধে অভিযান চলমান থাকবে।