দূরে কোথাও লং ড্রাইভে গেলে ক্লান্ত বোধ করা থেকে বাচঁতে অনেকেই সাথে কফি তৈরি করে নেয়। মাঝেমধ্যই কফির কাপে চুমুক দিতেই মনটা তরতাজা হয়ে ওঠে। কিন্তু কফি খাওয়ার পর পরই এমন তীব্র প্রস্রাবের বেগ আসে যে তা ধরে রাখাই দায় হয়ে যায়। তাই ইচ্ছা থাকলেও কফি খেতে পারে না।
তবে কয়েকটি বিষয় মাথায় রাখলেই এই ধরনের সমস্যা নিয়ন্ত্রণে রাখা যায়।
৩. অনেকেই চিনি ছাড়া কফি খেতে পারেন না।