নিজস্ব প্রতিবেদক, এটিভি সংবাদ
আগামী মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিএনপি-জামায়াতের সন্ত্রাসী ও সরকারবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে সমাবেশ ও শান্তি মিছিল করবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওস্থ উত্তর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
সোমবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের দফতর সম্পাদক উইলিয়াম প্রলয় সমদ্দার বাপ্পি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
গণমাধ্যমে পাঠানো ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সমাবেশ ও শান্তি মিছিলে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান পরশ। অনুষ্ঠান সঞ্চালনা করবেন উত্তরের সাধারণ সম্পাদক এমএম মান্নান কচি। এতে মহানগর, থানা, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের নেতাকর্মীরা জাতীয় পতাকাসহ মিছিলে যোগদান করবেন।