atv sangbad

Blog Post

atv sangbad > রাজধানী > মদবাহী মাইক্রোবাস থামানোর সংকেত দেওয়ায় এএসআইকে পিষে মারলেন চালক!

মদবাহী মাইক্রোবাস থামানোর সংকেত দেওয়ায় এএসআইকে পিষে মারলেন চালক!

চট্টগ্রাম থেকে নজরুল ইসলাম অভি, এটিভি সংবাদ 

চট্টগ্রামে মাইক্রোবাসের চাপায় পুলিশের এক এএসআই নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও এক কনস্টেবল।

শুক্রবার ভোরে নগরীর চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত পুলিশ কর্মকর্তার নাম কাজী মো. সালাউদ্দিন। তিনি চান্দগাঁও থানায় কর্মরত ছিলেন।

চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) রাজেশ বড়ুয়া বলেন, চোলাই মদ পরিবহন করা হচ্ছে এমন গোপন খবরের ভিত্তিতে ওই মাইক্রোবাসটিকে থামার সংকেত দেন এএসআই সালাউদ্দিন। কিন্তু চালক না থামিয়ে তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।

পরে পুলিশ ধাওয়া করে চান্দগাঁও বোর্ড স্কুলসংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় মাইক্রোবাসটি আটক করা হয় বলে জানান তিনি।

সালাউদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান, তিনি মারা গেছেন। আহত কনস্টেবল মাসুমকে একই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জব্দ করা মাইক্রোবাসটিতে ৭৩০ লিটার চোলাই মদ পাওয়া গেছে বলে জানান পুলিশ কর্মকর্তা রাজেশ বড়ুয়া।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :