atv sangbad

Blog Post

মানিকগঞ্জের আরিচা-পাটুরিয়া ঘাটে যানবাহনের চাপ

মানিকগঞ্জ প্রতিনিধি, এটিভি সংবাদ 

গত দুই দিনের চেয়ে যাত্রীবাহী যানবাহনের চাপ কিছুটা বেড়েছে মানিকগঞ্জের পাটুরিয়া ও আরিচা ফেরি ঘাটে।

ঘাট কতৃপক্ষ বলছেন, ঈদের একদিন বাকি এবং কলকারখানা ছুটি হয়ে যাওয়ায় কাটাপথে আসা যাত্রী, মোটর সাইকেল, ছোট যানবাহনসহ যাত্রীবাহী যানবাহনের চাপ কিছুটা বেড়েছে। তবে দুটি ঘাটে পর্যাপ্ত ফেরি নিয়োজিত থাকায় যাত্রী দুর্ভোগ হচ্ছে না।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক খালেদ নেওয়াজ জানান, পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে পাটুরিয়া আরিচা ফেরি ঘাটে যানবাহন পাড়াপাড় অনেকটা কমে গেছে। গত দুই দিন আশানুরুপ যানবাহন পাড়াপাড় হয়নি। আজ ভোর থোকে দুটি ঘাটে যানবাহনের চাপ বেড়েছে।

এরপর ঈদের বিষয়টি গুরুত্ব দিয়ে সবগুলো ঘাট সচল রাখাসহ দুই ঘাটে ছোট, বড় ২৬টি ফেরি স্ট্যান্ডবাই রাখা হয়েছে। যে কারনে যাত্রীরা ঘাটে আসা মাত্র নদী পাড় হয়ে ভোগান্তি ছাড়া বাড়ি চলে যাচ্ছে।

গত ২৪ ঘন্টায় পাটুরিয়া হয়ে ৭৯২টি যাত্রীবাহী বাস, ৫৩৫টি মালবাহী ট্রাক, ১৮৮৯টি ছোট যানবাহনসহ ২৪৫০টি মোটর সাইকেল পাড় করা হয়েছে। ৪৭,৬৮,৮১০ টাকা সরকারের রাজস্ব আদায় হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :