বিনোদন ডেস্ক, এটিভি সংবাদ
টিভি অভিনেতা সিদ্ধার্থ শুক্লার সঙ্গে শেহনাজ গিলের গভীর প্রেমের কথা সকলের জানা মুম্বাইয়ে একসঙ্গে থাকতেন তারা। ভক্তরা এই জুটিকে ভালোবেসে ‘সিডনাজ’ বলে ডাকতেন।
গত বছর মাত্র ৪০ বছর বয়সে হার্ট অ্যাটাকে মারা যান সিদ্ধার্থ শুক্লা।। সিদ্ধার্থের মৃত্যুর পর আলোচনায় আসেন শেহনাজ। সিদ্ধার্থের প্রতি তার অগাধ প্রেম মানুষের কাছাকাছি পৌছে দেয় তাকে। রাতারাতি হয়ে উঠেন পরিচিত মুখ।
শেহনাজ গিল পাঞ্জাবি ও হিন্দি সিনেমায় অভিনয় করে বেশ এখন হয়ে উঠেছেন তারকা। এবার মোটা অঙ্কের টাকা দিয়ে বাড়ি কিনে আলোচনায় উঠে এলেন এই অভিনেত্রী। ইনস্টাগ্রাম পোস্টে এ তথ্য জানিয়েছেন শেহনাজ গিল নিজেই।
জানা গেছে, ৩০ কোটি রুপিতে বাড়ি কিনেছেন শেহনাজ। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য ৩৮ কোটি ৭০ লাখ টাকার বেশি। তার এই বাড়ি মুম্বাইয়ে অবস্থিত।
শেহনাজ গিল সালমান খানের সঙ্গে ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিতে অভিনয় করেছেন। ফরহাদ সামজি পরিচালিত ছবিটি ২১ এপ্রিল মুক্তি পায় এটি।