খেলাধুলা ডেস্ক, এটিভি সংবাদ
টিম ম্যানেজমেন্টের চাওয়া ছিল লিটনের জায়গায় আরেকজন ডানহাতি টপ অর্ডার ব্যাটার। সেই বিবেচনায় এনামুলকে দলভুক্ত করায় তড়িঘড়ির কারণ বাংলাদেশ শিবিরে ক্রমাগত দিয়ে যেতে থাকা কু ডাক। মুশফিককে ঘিরে তাই সবচেয়ে খারাপ ভাবনাটিও উঁকি দিয়েছে দলের মধ্যে। জালালের কথা, ‘‘যদি ‘কনকাশন সাব’ লাগে?’’ এই ভাবনা আসলে পুরো দলেরই। শ্রীলঙ্কা ম্যাচ সামনে রেখে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক সাকিবও বলেছেন সম্ভাব্য ‘কনকাশন’ দুর্ভাবনার কথা, ‘আমাদের আরেকজন বাড়তি উইকেটকিপার নেই, এটি একটি ব্যাপার। লিটন টপ অর্ডারে ব্যাটিং করে, বিজয়ও টপ অর্ডারেই। যদি খেলার মধ্যে মুশফিক ভাইয়ের কোনো সমস্যা হয়, কনকাশন বা ছোটোখাটো চোটে পড়তে পারেন, দেখা গেল সেদিন তিনি কিপিংই করতে পারছেন না। যেহেতু নিয়ম আছে দ্বিতীয় উইকেটকিপার ম্যাচে না খেললেও কিপিং করতে পারবে, সেজন্যই বিজয়কে নেওয়া।’
টপ অর্ডার ব্যাটার হলেও আপাতত বিজয়ের অন্তর্ভূক্তি যে উইকেটকিপার কোটাতেই, সাকিবের বক্তব্য টানছে সেরকম এক উপসংহারই!