https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ মুশফিককে অনুশীলনই করাতে চায়নি বাংলাদেশ দল মুশফিককে অনুশীলনই করাতে চায়নি বাংলাদেশ দল – atv sangbad
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৪:৫৮ পূর্বাহ্ন

মুশফিককে অনুশীলনই করাতে চায়নি বাংলাদেশ দল

রিপোর্টার নাম / ২৯ Time View
Update : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩, ৯:৪৩ অপরাহ্ন

খেলাধুলা ডেস্ক, এটিভি সংবাদ

হুন্নাসগিরিয়া মাউন্টেন ঘেরা অরণ্যে দাঁড়িয়ে থাকা পাল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামকে কোকিলের মিষ্টি ডাকও মুখর করে রাখে। বুধবার শ্রীলঙ্কা ও বাংলাদেশ দল যখন এখানে অনুশীলন করছিল, একই সময়ে পাখির সুরও টানা বেজেই যাচ্ছিল। যদিও সেই সুরের দোলা সাকিব আল হাসানদের তেমন টানার কথা নয়। ওই সময়ে বাংলাদেশ শিবির বরং শুনতে পাচ্ছিল ‘কু’ ডাকই।
যাঁকে ঘিরে না শোনা সেই ডাক শোনা যাচ্ছিল, তিনি মুশফিকুর রহিম। ততক্ষণে অবশ্য এই অভিজ্ঞ ব্যাটার নেটে ব্যাটিংও করতে নেমে পড়েছেন, তবু ভয় যদি একটা কিছু হয়ে যায়!  শেষপর্যন্ত হয়নি কিছুই তাঁর। যথারীতি কঠোর অনুশীলন করে নিরাপদেই দলের সঙ্গে হোটেলে ফিরেছেন তিনি। তবে তাঁর অনুশীলনের সময় ভয় ঠিকই তাড়া করে বেরিয়েছে বাংলাদেশ শিবিরকে।
শেষে স্পিন বোলিংয়ের বিপক্ষে অনুশীলন করছিলেন যে নেটে, এর সবচেয়ে নিকটবর্তী জায়গায় বসে থাকা বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান জালাল ইউনুস জানাচ্ছিলেন মুশফিককে ঘিরে সকালের দলীয় পরিকল্পনার কথাও, ‘টিম ম্যানেজমেন্ট চাচ্ছিল, মুশফিককে আজ অনুশীলন করানো না হোক। কিন্তু…।’এই ‘কিন্তু’র অর্থ বোঝা মুশকিলও নয়। ছুটির দিনেও যাঁর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলনে চলে আসা নিয়মিত চিত্র, সেখানে অকারণে বিশ্রাম নেওয়ার ব্যাপারটি তাঁর মেনে না নেওয়ারই কথা।
বিশ্বকাপ সামনে রেখে বিকল্প প্রস্তুত রাখার স্বার্থে যে কয়জনকে নিয়ে আলাদা অনুশীলন চলছে ঢাকায়, সেখানেও ডাক পড়েনি এই ওপেনারের। তাঁর তুলনায় বরং এগিয়ে থাকার কথা জাকির হাসানেরই। কিন্তু তাঁকেও বিবেচনা না করার ব্যাখ্যায় জালাল বলছিলেন, ‘(নাঈম শেখ ও তানজিদ হাসানের মতো) সে-ও তো বামহাতি ব্যাটার।’ 

টিম ম্যানেজমেন্টের চাওয়া ছিল লিটনের জায়গায় আরেকজন ডানহাতি টপ অর্ডার ব্যাটার। সেই বিবেচনায় এনামুলকে দলভুক্ত করায় তড়িঘড়ির কারণ বাংলাদেশ শিবিরে ক্রমাগত দিয়ে যেতে থাকা কু ডাক। মুশফিককে ঘিরে তাই সবচেয়ে খারাপ ভাবনাটিও উঁকি দিয়েছে দলের মধ্যে। জালালের কথা, ‘‘যদি ‘কনকাশন সাব’ লাগে?’’ এই ভাবনা আসলে পুরো দলেরই। শ্রীলঙ্কা ম্যাচ সামনে রেখে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক সাকিবও বলেছেন সম্ভাব্য ‘কনকাশন’ দুর্ভাবনার কথা, ‘আমাদের আরেকজন বাড়তি উইকেটকিপার নেই, এটি একটি ব্যাপার। লিটন টপ অর্ডারে ব্যাটিং করে, বিজয়ও টপ অর্ডারেই। যদি খেলার মধ্যে মুশফিক ভাইয়ের কোনো সমস্যা হয়, কনকাশন বা ছোটোখাটো চোটে পড়তে পারেন, দেখা গেল সেদিন তিনি কিপিংই করতে পারছেন না। যেহেতু নিয়ম আছে দ্বিতীয় উইকেটকিপার ম্যাচে না খেললেও কিপিং করতে পারবে, সেজন্যই বিজয়কে নেওয়া।’

টপ অর্ডার ব্যাটার হলেও আপাতত বিজয়ের অন্তর্ভূক্তি যে উইকেটকিপার কোটাতেই, সাকিবের বক্তব্য টানছে সেরকম এক উপসংহারই!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ