খেলাধুলা ডেস্ক, এটিভি সংবাদ
লিওনেল মেসি শুধু ফুটবল মাঠে জাদু দেখান না। জাদু দিয়ে ভক্তদের বুদও করে রাখেন। তার জাদুতে কেবল গ্যালারি বা পর্দার সামনের দর্শক নয় মাঠের সতীর্থরাও মোহগ্রস্ত হয়ে থাকেন। এমনই ঘটনা সমানে এসেছে।
ইন্টার মায়ামিতে মেসির সতীর্থ কামাল মিলার বলেছেন, মাঠে নেমে নিজের খেলার প্রতি তিনি মনোযোগ দিতে পারেন না। তার সম্পূর্ণ মনোযোগ কেড়ে নেন মেসি। তিনি যেন বুদ হয়ে থাকেন মেসির খেলা দেখে। মাঠে মেসির মতো বড় তারকা উপস্থিত থাকলে নিজের খেলায় মনোযোগ দেয়া খুব কঠিন। আবার তার খেলা আপনি উপভোগ না করেও পারবেন না। এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। মেসি মাঠে থাকলে আমাদের খেলার মানও বাড়াতে হয়। তবে সেই কাজটি তার কারণে খুব সহজ হয়। মেসির কারণে আমরা যেখানেই যাচ্ছি, সেখানেই সমর্থন পাচ্ছি। এর মধ্যে নিউইয়র্কে সমর্থন পেয়েছি সবচেয়ে বেশি। এটি মেসির জন্যই হয়েছে। আমরা বেশ উপভোগ করছি সবকিছু। আর মেসি তো এমন সম্মানেরই যোগ্য।’
এ দিকে মেসি পিএসজি ছেড়ে যুক্তরাষ্ট্রের ক্লাব মায়ামিতে যাওয়ার পরে পুরো প্রেক্ষাপটই পরিবর্তন হয়ে গেছে। সেখানকার মানুষের পছন্দের তালিকার চারে থাকা ফুটবলের প্রতি এখন সর্বোচ্চ আগ্রহ দেখা যাচ্ছে। আকাশচুম্বী দাম দিয়ে টিকিট কেটেও তারা মাঠে গিয়ে খেলা দেখছেন। অপরদিকে মেসিও সমানতালে পারফর্ম করে যাচ্ছেন। এখন পর্যন্ত ক্লাবটির জার্সিতে ৯ ম্যাচ খেলে টানা ১১ গোল করেছেন তিনি। এর মধ্যে দলকে একটি শিরোপাও জিতিয়েছেন।