https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ মেসি-সুয়ারেজের জুটি পুনর্জীবিত করতে সময় লাগবে না মেসি-সুয়ারেজের জুটি পুনর্জীবিত করতে সময় লাগবে না – atv sangbad
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৪২ অপরাহ্ন

মেসি-সুয়ারেজের জুটি পুনর্জীবিত করতে সময় লাগবে না

রিপোর্টার নাম / ৪৬ Time View
Update : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩, ১:৪৫ অপরাহ্ন

ক্রীড়া ডেস্ক, এটিভি সংবাদ 

দুইজনের মধ্যে সম্পর্কটা অনেক ঘনিষ্ঠ। তাইতো বেশ কয়েকটি ক্লাব থেকে প্রস্তাব পাওয়া সত্ত্বেও লিওনেল মেসির ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি করেছেন লুইস সুয়ারেজ। যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে যোগ দিতে না দিতেই মায়ামির প্রতিদ্বন্দ্বীদের হুঁশিয়ার করে দিলেন উরুগুয়ের এই তারকা বলেছেন মেসির সঙ্গে জুটি পুনর্জীবিত করতে সময় লাগবে না তার।

শুক্রবার মায়ামিতে যোগ দেন সুয়ারেজ। বার্সেলোনার সাবেক সতীর্থ মেসি, জর্দি আলবা ও সের্জিও বুসকেটসের সঙ্গে আবারও একই ক্লাবে খেলতে যাচ্ছেন ৩৬ বছর বয়সী এই স্ট্রাইকার।

২০১৪ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার হয়ে ২৮৩ ম্যাচ খেলেছেন সুয়ারেজ। কাতালান ক্লাবটির হয়ে ১৯৫ গোল করার পাশাপাশি তার অ্যাসিস্ট ১১৩টি গোলে। মেসি, আলবা, বুসকেটসদের সঙ্গে জুটি বেঁধে জিতেছেন চ্যাম্পিয়নস লিগ শিরোপা, ক্লাব বিশ্বকাপ ও চারটি লা লিগা। ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিও ছেড়ে ফের সাবেক সতীর্থদের সঙ্গে মায়ামিতে যোগ দিয়েছেন সুয়ারেজ। সঙ্গে নতুন চ্যালেঞ্জ নিতেও মুখিয়ে থাকার কথা বললেন তিনি, ‘আমি দারুণ অনুভব করছি। খুবই খুশি এবং এই চ্যালেঞ্জের জন্য মুখিয়ে আছি। আমি এখানে এসেছি তাদের আরও খেতাব জয়ের স্বপ্ন পূরণ করতে, দারুণ কিছু অর্জন করতে এবং প্রমাণ করতে যে, ইন্টার মিয়ামি এমএলএস জেতার জন্য লড়াই করতে পারে-যেটা সবার স্বপ্ন।’

সুয়ারেজ আরো যোগ করেন, ‘ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার আরেকটি কারণ হলো, এখানে কয়েকজন বন্ধু এবং দুর্দান্ত খেলোয়াড় আছে। বিশ্বের সেরা ফুটবলার এই দলে এবং এটা অনেক বড় প্রত্যাশা তৈরি করে। অনেক বছর একসঙ্গে খেলা এবং একত্রে অনেক কিছু অর্জন করার মাধ্যমে আমরা পরস্পরকে ভালোভাবে চিনি। মাঠে পরস্পরের সঙ্গে মানিয়ে নিতে আমাদের বেশি সময় লাগবে না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ