অনলাইন ডেস্ক, এটিভি সংবাদ
যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যের লিউসটন এলাকায় বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছে ৫০ থেকে ৬০ জন। বুধবার (২৫ অক্টোবর) এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স।
দ্য সান সাময়িকীর বরাতে রয়টার্স জানিয়েছে, লিউসটন পুলিশের মুখপাত্র বলেছেন, একটি বার, রেস্তোরাঁ, ওয়ালমার্টের বিতরণকেন্দ্র ও ব্যবসায়িক কেন্দ্রে এই হামলা হয়েছে। তবে হামলাকারীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। মেইন অঙ্গরাজ্যের পুলিশ ও কাউন্টি শেরিফ এর আগে গতকাল রাতে একজন বন্দুকধারীর সক্রিয় অবস্থানের কথা জানিয়েছিলেন। তবে এ নিয়ে বিস্তারিত কিছু জানাননি।
অ্যানড্রোসকগিন কাউন্টির শেরিফের কার্যালয় সন্দেহভাজন দুজন হামলাকারীর ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছে। কাউন্টির শেরিফ হামলাকারীকে শনাক্ত করতে জনগনের সহায়তা চেয়েছেন। ছবিতে দেখা গেছে ওই হামলাকারীর দাঁড়ি রয়েছে। তিনি ফুলহাতা শার্ট ও জিনস পরে আছেন। রাইফেল হাতে তিনি গুলি করার মতো ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন।