তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ৪৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে রংপুরে ১৪, গাইবান্ধায় ১২, কুড়িগ্রামে ৫, নীলফামারীতে ২, লালমনিরহাটে ৪, দিনাজপুরে ১০ এবং ঠাকুরগাঁওয়ের ২ জন রয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় বিভাগে আরও ৫২ জনের ডেঙ্গু শনাক্ত হয়।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বাসায় চিকিৎসাধীন ৩৪ জন, গাইবান্ধায় ২৯, কুড়িগ্রামে ১১, নীলফামারীতে ১১, দিনাজপুর এম আব্দুর রহিম হাসপাতালে চিকিৎসাধীনসহ জেলায় ২৪, লালমনিরহাটে ৭, ঠাকুরগাঁওয়ে ৭ এবং পঞ্চগড় জেলায় ২ জনসহ পুরো বিভাগে মোট ১২৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি রংপুরে ৩৪ এবং গাইবান্ধায় ২৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছে হাসপাতালে।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. এবিএম আবু হানিফ বলেন, বর্তমানে ডেঙ্গুতে রংপুর ও গাইবান্ধায় বেশি রোগী শনাক্ত হচ্ছে। তবে হাসপাতালগুলোতে রোগীর খুব বেশি চাপ নেই। গত ২৪ ঘণ্টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন একজন রোগীর মৃত্যু হয়েছে।
তিনি আরও বলেন, এ বছরের শুরু থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত রংপুর বিভাগের আট জেলায় ৪ হাজার ৯৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় রংপুরে ৫ জন, দিনাজপুরে ৩ জন এবং গাইবান্ধায় ১ জন মারা গেছে। এবং ৩ হাজার ৯৬০ জন রোগী পুরোপুরি সুস্থ্য হয়েছে সেই সাথে আমরা ছাড়পত্র দিয়েছি।
রংপুর হাসপাতালের পরিচালক ডাঃ মোহাম্মদ ইউনুস আলী জানান, আমাদের এখানে এখন পর্যন্ত যারা ভর্তি রয়েছে, তাদের যথাসাধ্য চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছি। ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য আলাদা ওয়ার্ড রয়েছে। আমরা সর্বোচ্চ সতর্কতায় চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছি।